মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪২ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

মুক্তিযুদ্ধের ঘোষনা নিয়ে কেউ রাজনীতি করার সুযোগ নেই – মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

চট্টগ্রাম প্রতিনিধিঃ

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেছেন, বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষনে আগাম বলেছিলেন তোমাদের কাছে যাহা কিছু আছে, তাহাই নিয়ে প্রস্তুতি নিতে হবে।

এবারে সংগ্রাম আমাদের মুক্তিযুদ্ধের সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।সুতারাং মুক্তিযুদ্ধের ঘোষনা নিয়ে কেউ রাজনীতি করার সুযোগ নেই। তিনি বলেন, বঙ্গবন্ধু পশ্চিম পাকিস্তানীদের বৈষাম্য মেনে নিতে পারতেন না। ছয় দফা উপস্থাপনের মাধ্যমে দাবি আদায়ের রূপরেখা দিয়েছিলেন।

১৯৪৮ সালে ছাত্রলীগ গঠন করে মুক্তিযুদ্ধের প্রস্তুতি শুরু করেন বঙ্গবন্ধু।রাউজানের উন্নয়ন ও অগ্রগতির প্রশংসা করে মন্ত্রী বলেন, একসময় সন্ত্রাসের রাউজান হিসাবে পরিচিত ছিল এ উপজেলা। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ফজলে করিম চৌধুরীর মতো যোগ্য নেতার নেতৃত্বে অভূতপূর্ণ উন্নয়ন হয়েছে। তিনি গতকাল ১১ অক্টোবর মঙ্গলবার রাউজান উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন রাউজানের সংসদ সদস্য এবি এম ফজলে করিম চৌধুরী।

উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ সিকদারের সভাপতিত্বে ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা লিকসন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযুদ্ধা কাজী আব্দুল ওহাব, রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, ওসি আবদুল্লাহ আল হারুন, মুক্তিযোদ্ধ আবু জাফর চৌধুরী, মুক্তিযোদ্ধা ইউসুফ খান চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কফিল উদ্দিন চৌধুরী। এসময় বীর মুক্তিযোদ্ধাগণ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আওয়ামীলীগ, যুবলীগ ছাত্রলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক রাউজানের সংসদকে নিয়ে বিল্পবী মাস্টার দা সূর্য্যসেন পাঠাগার পরিদর্শন করে মহান এই বিল্পবীর অবক্ষয় মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

পরে উপজেলা ডাকবাংলো চত্তরে একটি ফলজে গাছের চারা রোপন করেন এবং রাউজান মুক্তিযুদ্ধ কমপ্লেক্স ভবণ পরিদর্শন করে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com