বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৯ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

হাজীগঞ্জে দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৭৩জন, পাশের হার ৮১.০৩%

মো. মজিবুর রহমান রনিঃ

চলতি বছর অনুষ্ঠিত দাখিল পরীক্ষার প্রকাশিত ফলাফলে হাজীগঞ্জে শতভাগ পাশের গৌরব অর্জন করতে পারেনি কোন প্রতিষ্ঠান।

এ বছর উপজেলার ২৩টি বিদ্যালয় থেকে ১০৩৩ জন পরীক্ষায় অংশ গ্রহণ করে কৃতকার্য হয়েছে ৮৩৭ জন। পাশের হার শতকরা ৮১.০৩। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৭৩ জন পরীক্ষার্থী।

উপজেলার ২৩টি মাদরসার মধ্যে ১৪টি মাদরাসা থেকে জিপিএ-৫ পেয়েছে ৭৩জন। জিপিএ-৫ প্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে হাজীগঞ্জ আহমাদীয়া কামিল মাদরাসা থেকে ২৯জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে উপজেলায় ১ম স্থানে রয়েছে। জিপিএ-৫ এর দিকে দিয়ে এগিয়ে রয়েছে রাজারগাঁও ফাজিল মাদরাসা।

এ উপজেলা থেকে দাখিল পরীক্ষায় অংশ গ্রহণ করা ১০৩৩ জন শিক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে ৮৩৭ জন। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৭৩জন, এ পেয়েছে ৩৪০জন, এ মাইনাস পেয়েছে ২৫০জন, বি পেয়েছে ১২২জন, সি পেয়েছে ৫১জন, ডি পেয়েছে ১জন।

বিগত বছরের তুলনায় এ বছর দাখিল পরীক্ষার ফলাফলে বিপর্যয় দেখা দিয়েছে গত বছর হাজীগঞ্জে দাখিল পরীক্ষায় পাশের হার ৮২.৯০%, জিপিএ-৫ পেয়েছে ২১ জন। এ বছর পাশের হার ৮১.০৩%।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com