মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩৮ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

মুন্সীগঞ্জের কালিরচরের আতঙ্কের আরেক নাম কাদির ডাকাত

মোঃ তাইজুল ইসলাম সাগর :

মুন্সিগঞ্জ, জেলা কালিরচর, উপজেলার আইন উদ্দিন চোরা ছেলে কাদির ডাকাত এর অত্যাচারে অধিষ্ঠিত হয়ে পড়েছে এলাকাবাসী।

এলাকাবাসীর লোকজনের সাথে কথা বললে জানা যায় আইনুদ্দিন চুড়ার ছেলে কাদির ডাকাত একজন কুখ্যাত সন্ত্রাসী, বিভিন্ন সময় এলাকায় মানুষকে ভয়-ভীতি দেখিয়ে বিভিন্ন ধরেন অসামাজিক কার্যকলাপ করে থাকে, এলাকাবাসী আরো জানান কাদির ডাকাত সব সময় কোমরে দুইটি পিস্তল নিয়ে ঘুরে বেড়ায় কেউ যদি প্রতিবাদ করতে যায় তাহলে তাকে মেরে ফেলার হুমকি দিয়ে থাকে|

 এলাকার লোকজনের সাথে কথা বলে তদন্ত করে জানা যায় কাদের ডাকাতের নামে কয়েকটি ডাকাতি মামলা ও মার্ডার মামলা রয়েছে,১। মুন্সীগঞ্জ এর মুন্সিগঞ্জ সদর থানার এফআইআর নং-৫৫/৪৩৮, তারিখ- ২৮ জুন, ২০২২; জি আর নং-৪০৮/২২, তারিখ- ৩০ জুন, ২০২২; সময়- ১৪.৩৫ ঘটিকা ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড-১৮৬০; এজাহারে অভিযুক্ত/বিবাদী-
২। মুন্সীগঞ্জ এর মুন্সিগঞ্জ সদর থানার এফআইআর নং-৭৩/৩৭৮, তারিখ- ৩০ মে, ২০২২; জি আর নং-৩৭৮/২২, তারিখ- ৩০ মে, ২০২২) সময়- ০০:০৫ ঘটিকা ধারা- ৩/৪ ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইন; এজাহারে অভিযুক্ত/বিবাদী- মুন্সীগঞ্জ এর মুন্সিগঞ্জ সদর থানার এফআইআর নং-৭২/৩৭৭, তারিখ- ২৯ মে, ২০২২; জি আর নং-০৭৭/২২, তারিখ- ৩০ মে, ২০২২;
সময়- ১৯.৪৫ ঘটিকা ধারা-১৪৩/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩৮৫/৩৭৯/৩৮০/৪৩৬/৪২৭/১১৪ পেনাল কোড-১৮৬০; এজাহারে অভিযুক্ত/বিবাদী-চাঁদপুর এর মতলব উত্তর থানার এফআইআর নং-৬/১৪১, তারিখ- ০৭ মে, ২০২২; জি আর নং-১৪১, তারিখ- ০৭ মে, ২০২২; সময়- ০০.২০ ঘটিকার সময় ধারা-৩০২/১১৪/৩৪ পেনাল কোড-১৮৬০, এজাহারে অভিযুক্ত/বিবাদী-

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com