মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩৫ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

যুদ্ধে নিহত সেনার সংখ্যা জানাল ইসরায়েলিরা..

মেঘনা পোষ্ট ডেস্ক :

৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলার পর ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি স্থলবাহিনীও পাল্টা অভিযান শুরু করে।

এবার এক মাসব্যাপী চলমান ‍যুদ্ধে নিহত ইসরায়েলি সেনার সংখ্যা প্রকাশ করল আইডিএফ।

আইডিএফ জানায়, গত এক মাসের স্থল অভিযানে ৪৬ জন সেনা নিহত হয়েছেন।

মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, তারা আরও দুই ইসরায়েলি সেনার পরিচয় নিশ্চিত করেছে। তাদের মধ্যে একজন মেজর রয়েছেন।

নিহত ওই দুই সেনার মধ্যে একজনের বয়স ২১ বছর। তিনি সার্জেন্ট পদমর্যাদার। তার নাম রোয়ে মারম। তিনি রানানা বাসিন্দা। এ ছাড়া অন্যজন হলেন মেজর রাজ আবুলাফিয়া।

তিনি রিশফনের রিজার্ভ ফোর্সের সদস্য। তারা উভয়ে গাজায় যুদ্ধকালে নিহত হয়েছেন।

সেনাবাহিনী জানিয়েছে, ওই দুই সেনার একজন সোমবার সন্ধ্যায় এবং অন্যজন মঙ্গলবার সকালে নিহত হন।

গাজায় স্থল অভিযান পরিচালনাকালে ফিলিস্তিনি বাহিনীর হামলায় তারা নিহত হন।

সেনাবাহিনী আরও জানায়, ফিলিস্তিনিদের হামলায় এ দুই সেনা নিহত ছাড়াও আরও চারজন আহত হয়েছেন।

এর আগে ব্লুমবার্গ জানায়, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইসরায়েল যে আগ্রাসন চালিয়ে আসছে তাতে তেলআবিবের প্রতিদিন ২৬ কোটি ডলার খরচ হচ্ছে।

পত্রিকাটি জানায়, প্রথম দিকে যেভাবে ধারণা করা হয়েছিল তার চেয়ে এই যুদ্ধে অনেক বেশি খরচ হচ্ছে। এতে ইসরায়েলের অর্থনীতির ওপর বড় রকমের চাপ সৃষ্টি হচ্ছে।

গত ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ইসরায়েলের ক্ষতি হয়েছে ৮০০ কোটি ডলার।

ইসরায়েলের অর্থ মন্ত্রণালয় গত মাসে যে পরিমাণে অর্থ ধার করেছে তার চেয়ে শতকরা ৭৫ ভাগ বেশি চলতি নভেম্বর মাসে ধার করবে।

ব্লুমবার্গের রিপোর্টে বলা হয়েছে, নেতানিয়াহু সরকার গাজা আগ্রাসনের জন্য অর্থের জোগান দিতে ক্রমেই বন্ডের দিকে ঝুঁকছে।

গাজার বিরুদ্ধে আগ্রাসন ইসরায়েলের ৪৮৮ বিলিয়ন ডলারের অর্থনীতিতে ভূমিকম্পের সৃষ্টি করেছে এবং ইসরায়েলের ভেতরে হাজার হাজার ব্যবসা বাধাগ্রস্ত করছে।

ফিলিস্তিনের গাজা উপত্যকায় গত এক মাসেরও বেশি সময় ধরে যে যুদ্ধ চলছে, তাকে ১৯৫৩ সালের আরব—ইসরায়েল যুদ্ধের পর ওই অঞ্চলের সবচেয়ে ভয়াবহ যুদ্ধ বলে ধারণা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com