মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪০ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

কোন দল জিতবে আজ!

দেড় মাসের ক্রিকেটীয় যুদ্ধ শেষের পথে। ভারত কিংবা অস্ট্রেলিয়ার শিরোপা উৎসব দিয়ে পর্দা নামবে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের।

এরই মধ্যে মেগা ফাইনালে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। ফলে আগে ব্যাটিং করবে ভারত।

বিশ্বকাপে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল ভারত। রাউন্ড রবিন লিগ পর্বে টানা ৯টি ম্যাচে জয় পায় রোহিত শর্মার দল।

প্রতিযোগিতার প্রথম সেমিফাইনালেও নিউজিল্যান্ডকে পরাজিত করেছে টিম ইন্ডিয়া। অজিদের বিপক্ষে মেগা ফাইনালেও অপরিবর্তিত একাদশ নিয়ে নেমেছে স্বাগতিকরা।

ভারত ও দক্ষিণ আফ্রিকার কাছে হার দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছিল অস্ট্রেলিয়া।

এরপর টানা ৮টি ম্যাচ জিতে ফাইনালে পৌঁছায় প্যাট কামিন্সের নেতৃত্বাধীন দল। ভারতের বিপক্ষে শিরোপা নির্ধারণী লড়াইয়ে সেমিফাইনাল ম্যাচের অপরিবর্তিত একাদশ নিয়েই নেমেছে রেকর্ড পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গত মাসের পাঁচ তারিখে ২০১৯ বিশ্বকাপের ফাইনালের পুনরাবৃত্তি দিয়ে শুরু হয়েছিল বিশ্বকাপের ১৩তম আসর।

দশ দল নিয়ে শুরু হওয়া এই বৈশ্বিক আসর এসে ঠেকেছে দুই দলে। আগামীকাল সেই আহমেদাবাদেই স্বাগতিক ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার ফাইনাল দিয়ে পর্দা নামবে এই বিশ্বকাপের। চরম উত্তেজনাকর এই ম্যাচে আসরের সেরা দলের মুখোমুখি হচ্ছে বিশ্বকাপের ইতিহাসের সেরা দল।

এবারের আসরে এখন পর্যন্ত দুইদলের সার্বিক পরিস্থিতি দেখে মনে হচ্ছে, বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সেরা একটি ফাইনাল দেখতে যাচ্ছে ক্রিকেটপ্রেমীরা। এখন পর্যন্ত মোট পাঁচবার বিশ্বকাপ শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। আগামীকাল তাদের হেক্সা মিশনের চূড়ান্ত লড়াই। অপরদিকে দুইবার বিশ্বজয় করেছে ভারত। আগামীকাল তাদের সামনে তৃতীয় শিরোপা হাতে নেওয়ার সুযোগ।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com