শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৩৯ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া পর ফোন হারালেন সাকিব আল হাসান.

মেঘনা পোষ্টডেস্ক রিপোর্ট :

আসন্ন জাতীয় নির্বাচনে মাগুরা—১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার পর একই দিনে গণভবনের আশেপাশে নিজের মোবাইল ফোন হারিয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসান।

এ ঘটনায় রোববার (২৬ নভেম্বর) সন্ধ্যায় তিনি শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া জিডি দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান, সাকিব ঠিক কোথায় তার মোবাইলটি হারিয়েছেন, তা বলতে পারছেন না।

“তবে তার ধারণা, শের—এ—বাংলা নগর থানাধীন গণভবনের আশপাশের এলাকায় মোবাইল ফোনটি হারিয়ে থাকতে পারে,” বলেন তিনি।

এর আগে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রাজধানীতে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে সাকিব আল হাসানকে মাগুরা—১ আসনে দলীয় মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করেন। এর পরপরই ফোন হারানোর বিষয়টি প্রকাশ্যে আসে।

গত ১৮ নভেম্বর রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মাগুরা—১, ২ ও ঢাকা—১০ আসনের জন্য অলরাউন্ডার সাকিবের পক্ষে মনোনয়ন ফরম কেনেন তার একজন প্রতিনিধি।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com