শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৪৩ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

আ.লীগের কেউ চাইলেই স্বতন্ত্র নির্বাচন করতে পারবেন না-ওবায়দুল কাদের

মেঘনা পোস্ট ডেস্ক রিপোর্ট

বিএনপিকে নির্বাচনে আনার কোনো কৌশল জানা নেই, তবে তারা এলে আপত্তি নেই। আওয়ামী লীগের কেউ চাইলেই স্বতন্ত্র নির্বাচন করতে পারবেন না। বললেন-আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ মঙ্গলবার (২৮ নভেম্বর) সকালে ধানমণ্ডিস্থ আওয়ামী লীগের সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

নির্বাচনে জোটের বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন-জোটবদ্ধ হবে মানে তারা কারা কারা প্রার্থী, সেটা আমরা দেখি। আমাদের হাতে কিন্তু সময় আছে। আমরা যত কিছুই বলেছি, আমাদের মনোনয়নপত্র প্রত্যাহারের তারিখ ১৭ ডিসেম্বর পর্যন্ত আমাদের হাতে সময় আছে।

এর মধ্যে আমরা অবজার্ভ করব, মনিটর করব। যেখানে যেটা প্রয়োজন, সেটা আমরা করব। স্বতন্ত্র প্রার্থীর বিষয়টাও এরকম এবং ডামি ক্যান্ডিডেটের ব্যাপারেও বিষয়টা এরকম। ১৭ ডিসেম্বরের মধ্যে সবকিছু চূড়ান্ত হয়ে যাবে।’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনশ আসনে দলীয় প্রার্থী দেবে আওয়ামী লীগ। সমঝোতা হলে জোটকে কিছু আসন ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com