শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫১ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

আসছে শৈত্যপ্রবাহ, সোমবার থেকে বাড়বে শীত।

মেঘনাপোষ্ট ডেস্করিপোর্ট :

সাধারণত নভেম্বর মাস থেকেই দেশে শীতের আবহ শুরু হতে থাকে। ডিসেম্বরে পুরোদমে শীত পড়ে যায়। কোথাও কোথাও শৈত্যপ্রবাহও চলতে থাকে।

কিন্তু এবার চিত্রটা ভিন্ন। আজ ডিসেম্বরের ৮ তারিখ হলেও শীতের প্রকোপ বুঝা যাচ্ছে না। যদিও আবহাওয়া অফিস জানিয়েছে, দুই দিন পর আগামী সোমবার থেকে শীত বাড়তে পারে।

এদিকে ঘূর্ণিঝড় ‘মিগজাউম’ এর প্রভাবে বৃহস্পতিবার ভোর থেকেই ঢাকাসহ সারা দেশে বৃষ্টি হচ্ছে। ফলে তাপমাত্রা কমে গিয়ে গত কয়েকদিনের তুলনায় আজ ঠান্ডা একটু বেশি অনুভূত হচ্ছে। আজ দিন ও রাতের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত কমতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের আট বিভাগের বিভিন্ন স্থানে আজ সারাদিন বৃষ্টি হতে পারে। আর আগামী সোমবার থেকে শীত বাড়তে পারে।

চলতি মাসের তৃতীয় সপ্তাহে মাঝারি মাত্রার একটি শৈত্যপ্রবাহের কথাও জানায় আবহাওয়া অফিস।

আবহাওয়া অফিসের তথ্যমতে, গতবছরের নভেম্বর মাসের চেয়ে এ বছরের নভেম্বর মাস অনেকটা উষ্ণ ছিল। যার কারণে শীত অনুভব হয়নি।

ডিসেম্বর মাসেও তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা উষ্ণ থাকায় আগে যেমন শীত অনুভূত হয়েছে এবার সেটা হচ্ছে না।

তবে দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে কিছুটা শীতের বাতাস বইতে শুরু করেছে। কিন্তু ঢাকা ও দেশের অন্যান্য জায়গায় এখনো তেমন ঠান্ডা অনুভব হয়নি।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com