বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০৯ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

নতুন পেঁয়াজ বাজারে আসা শুরু করেছে, জানাল কৃষি মন্ত্রণালয়

মেঘনা পোস্ট ডেস্ক রিপোর্ট

মুড়িকাটা নতুন পেঁয়াজ বাজারে আসতে শুরু করেছে বলে জানিয়েছে কৃষি মন্ত্রণালয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ রোববার (১০ ডিসেম্বর) মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে-প্রতি বছর মুড়িকাটা পেঁয়াজ আবাদ হয় প্রায় ৫০ হাজার হেক্টর জমিতে এবং উৎপাদন হয় প্রায় আট লাখ টন। এ ছাড়া চলতি বছর গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদ হয়েছে প্রায় ৫০০ হেক্টর জমিতে। এই জমিতে উৎপাদন হবে প্রায় ৫০ হাজার টন পেঁয়াজ।

এই মুড়িকাটা ও গ্রীষ্মকালীন নতুন পেঁয়াজ খেত থেকে তোলা ও বাজারে আসা শুরু হয়েছে। এই পেঁয়াজ বাজারে থাকবে তিন থেকে সাড়ে তিন মাস। এরপর মূল পেয়াঁজ আসা শুরু হবে এবং উৎপাদন হতে পারে প্রায় ২৬ থেকে ২৮ লাখ টন।

চলতি বছরের জুলাই থেকে এ পর্যন্ত আমদানি হয়েছে পাঁচ লাখ ৭১ হাজার ৫৩৪ টন পেঁয়াজ, যা গত বছরের এই সময়ের তুলনায় বেশি।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com