বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:০৬ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

শিগগিরই জোটের আসনে সমঝোতা-তথ্যমন্ত্রী

মেঘনা পোস্ট ডেস্ক রিপোর্ট

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন-শিগগিরই ১৪ দলীয় জোটের মধ্যে নির্বাচনি আসন সমঝোতা হবে। এটি নিয়ে তেমন কোনো সমস্যা হবে না।

সচিবালয়ে নিজ দপ্তরে আজ রোববার (১১ ডিসেম্বর) সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন-আমাদের দেশের আগামী জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে বিদেশ থেকে অনেক দেশ পর্যবেক্ষক পাঠাবে। এতেই প্রমাণিত হয় আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে।

মন্ত্রী আরও বলেন- পেঁয়াজের দাম হঠাৎ করে ১০০ টাকা বেড়ে যাওয়ার কোনো কারণ ছিল না। এটি পাইকারি ব্যবসায়ীদের অতি মুনাফাখোরি মানসিকতার বহিঃপ্রকাশ। আগামী এক সপ্তাহের মধ্যে পেঁয়াজের দাম কমে আসবে। এসময়ের মধ্যে বাজারে নতুন পেঁয়াজ চলে আসবে।

হাসান মাহমুদ বলেন-অনেক দেশের তুলনায় আমাদের দেশের নির্বাচনি আইন বেশ শক্ত ও স্বচ্ছ।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com