বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১৪ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

কঠোর কর্মসূচির পরিকল্পনা বিএনপির :

মেঘনাপোষ্ট ডেস্করিপোর্ট :

সরকার পতনের দাবিতে আন্দোলনের শেষ পর্যায়ে জাতীয় নির্বাচনের আগে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিবে বিএনপি। আন্দোলনের চূড়ান্ত ফলফ্রূস করতে সব ধরনের কৌশল অবলম্বন ও প্রয়োগ করবে বিএনপি

৭ জানুয়ারি ভোটারদের ভোটকেন্দ্রে না যাওয়ার আহ্বান জানানো হচ্ছে। এ ছাড়া জনস্বার্থ সংশ্লিষ্ট ইস্যু ও একদফা দাবিতে আরও কঠোর কর্মসূচির পরিকল্পনা করা হচ্ছে।

হরতাল—অবরোধ ছাড়াও আর কী ধরনের কর্মসূচি দেওয়া যায়, তা নিয়েও বিশ্লেষণ—বিবেচনা করা হচ্ছে।

গুরুত্বপূর্ণ স্থাপনা ঘেরাওয়ের মতো কর্মসূচি আসতে পারে। সব মিলিয়ে নির্বাচনের এক সপ্তাহ আগে ‘অলআউট’ আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি।

ইতোমধ্যে ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে সারা দেশে প্রায় ‘৬০ লাখের বেশি’ লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি শেষ করেছে বিএনপি।

বৃহস্পতিবার শুরু হওয়া তিন দিনের এ কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শেষ হলেও লিফলেট বিতরণ অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com