শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩৪ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

আবারও যাত্রা শুরু করলো ‘বেনাপোল এক্সপ্রেস’

মেঘনাপোষ্ট ডেস্করিপোর্ট :

আগুনে ক্ষতিগ্রস্ত যাত্রীবাহী ‘বেনাপোল এক্সপ্রেস’ পাঁচদিন পর হুইসেল বাজিয়ে আবারও বেনাপোল—ঢাকা রুটে যাত্রী পরিবহন শুরু হয়েছে।বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুর ১টায় দিকে যাত্রী নিয়ে ট্রেনটি ছুটে যায় গন্তব্যের উদ্দেশ্যে।

এতে স্বস্তি ফিরেছেন যাত্রীসাধারন । নিরাপত্তা বাড়াতে আহ্বান জানিয়েছেন যাত্রীরা।
এর আগে গত ৫ জানুয়ারি ট্রেনে আগুন দেয় নির্বাচন বিরোধীরা।

আগুনে চারজনকে পুড়িয়ে হত্যা ও চারটি বগি ক্ষতিগ্রস্ত হওয়ায় যাত্রী পরিবহন বন্ধ হয়ে যায়।

রেল বিভাগ সূত্রে জানায়, ঢাকা—বেনাপোল রুটে চলাচলকারী একমাত্র আন্তঃনগর ট্রেন পরিষেবা ‘বেনাপোল এক্সপ্রেস’। ২০১৯ সালের ১৭ জুলাই এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছিল।

গত ৫ জানুয়ারি বেনাপোল এক্সপ্রেস দুপুর ১টায় বেনাপোল থেকে ১৫৪ জন যাত্রী নিয়ে ছেড়ে যায় ঢাকার উদ্দেশ্যে। এদের মধ্যে ৪৯ ছিল ভারত ফেরত পাসপোর্ট যাত্রী। ট্রেনটি যাত্রাপথে ১১টি স্টেশনে বিরতি করে এবং সেসব স্টেশন থেকেও যাত্রী নিয়েছিল।

কমলাপুর পৌঁছানোর আগেই গোপীবাগ নামক স্থানে হঠাৎ আগুনে পুড়ে যায় রেলের চারটি কোচ। দগ্ধ হয়ে মারা যায় শিশুসহ চারজন।

‘বেনাপোল এক্সপ্রেস’ ব্যবহারকারীরা জানান, দেশে নোংরা রাজনীতির কারণে নিরাপদ রেল যাত্রা আজ হুমকির মুখে পড়েছে। নাশকতাকারীদের কঠিন শাস্তি হওয়া দরকার।

পাঁচদিন পর পুনরায় বেনাপোল এক্সপ্রেস চালু হওয়ায় স্বস্তি ফিরেছে যাত্রীদের মধ্যে

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com