বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৫ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে টঙ্গী বিশ্ব ইজতেমার প্রথম পর্ব

মেঘনাপোষ্ট ডেস্করিপোর্ট :

গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতে অংশ নিতে মুসল্লিদের ঢল নেমেছে। রোববার (৪ ফেব্রুয়ারি) ফজরের নামাজের আগে থেকেই তারা আখেরি মোনাজাতের দিকে আসতে থাকেন।

রোববার ফজরের নামাজের পর থেকেই শুরু হয় হেদায়েতি বয়ান। হেদায়েতি বয়ান করেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক। এরপর কিছু সময়, নসিহতমূলক কথা বলেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা।

আনুমানিক সকাল ৯টা থেকে ১০টার মধ্যে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ইজতেমার মিডিয়া বিষয়ক সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান। তিনি জানান, আখেরি মোনাজাত পরিচালনা করবেন মাওলানা জুবায়ের।

গাজীপুরের ভোগড়া বাইপাস, চান্দনা চৌরাস্তা, বোর্ড বাজার, কলেজ গেট, বিমানবন্দর, উত্তরা, আব্দুল্লাহপুর, কামারপাড়া ও টঙ্গী রেলস্টেশন এলাকা হয়ে ঢাকা ও গাজীপুরের আশপাশের জেলার মুসল্লিরা দলে দলে ইজতেমা ময়দান এলাকায় আসছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জনস্রোত বাড়তে থাকে। এই অংশে যানবাহন চলাচল বন্ধ থাকায় পায়ে হেঁটে মুসল্লিরা ইজতেমা ময়দানের দিকে আসছেন তারা

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com