মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩৫ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের তৃণমূলে বিভেদ বেড়ে যাওয়ার শঙ্কা

মেঘনাপোস্ট ডেস্ক রিপোর্ট :

অভ্যন্তরীণ বিভেদ কমাতে উপজেলা পরিষদ নির্বাচনে দলীয়ভাবে মনোনয়ন দিচ্ছে না আওয়ামী লীগ। কিন্তু এই কৌশলের কারণে দলের তৃণমূলে বিভেদ বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

কারণ, মন্ত্রী ও সংসদ সদস্যদের অনেকে উপজেলা নির্বাচনে প্রার্থী মনোনয়নের দায়িত্ব নিজেরাই কাঁধে তুলে নিয়েছেন।

আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক নেতা আশঙ্কা প্রকাশ করে বলেছেন যে উপজেলাসহ স্থানীয় সরকার নির্বাচনে সংসদ সদস্যরা নিজেরাই যখন মনোনয়ন বোর্ডের ক্ষমতা নিচ্ছেন, তখন জাতীয় নির্বাচনে যে বিভেদ তৈরি হয়েছে, তা আরও প্রকট হবে।

যেসব জেলা ও উপজেলায় সংসদ সদস্য দলীয় সভাপতি বা সাধারণ সম্পাদকের পদে রয়েছেন, সেখানে এই প্রবণতা বেশি।

চট্টগ্রাম, কুমিল্লা, মাদারীপুরসহ দেশের সাতটি জেলায় স্থানীয় আওয়ামী লীগের ১০ জন নেতার সঙ্গে উপজেলা নির্বাচনে প্রার্থী মনোনয়ন নিয়ে কথা বলেছে।।

আগামী ঈদুল ফিতরের পর মে মাসে চার ধাপে উপজেলা পরিষদ নির্বাচন হবে। যাঁরা প্রার্থী হতে আগ্রহী, তাঁরা এখন থেকেই পোস্টার টানানোর পাশাপাশি গণসংযোগে নেমেছেন।

বিভিন্ন উপজেলায় যাঁরা মাঠে নেমেছেন, তাঁদের বেশির ভাগই ক্ষমতাসীন আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের নেতা। প্রার্থিতা নিয়ে দলটির তৃণমূলে দ্বন্দ্বের প্রকাশ ঘটছে কোনো কোনো জায়গায়।

গতকাল বুধবার কুমিল্লার বরুড়া উপজেলায় আওয়ামী লীগের সম্ভাব্য একজন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর গাড়ির বহরে হামলার অভিযোগ পাওয়া গেছে

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com