মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩১ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

দেশের মানুষ ভালো আছে,অর্থনীতিও ভালোর দিকে : অর্থমন্ত্রী

মেঘনা পোস্ট ডেস্ক রিপোর্ট

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন—দেশের মানুষ ভালো আছে। অর্থনীতিও ভালোর দিকে। বাজারে পণ্যের দাম কমে আসছে। সামনে আরও কমবে।

আজ রোববার (৩ মার্চ) সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব কথা বলেন অর্থমন্ত্রী।

এর আগে অর্থ মন্ত্রণালয়ে যোগ দেন এই মন্ত্রণালয়ের নতুন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান। নতুন এই প্রতিমন্ত্রীর বিষয়ে মাহমুদ আলী বলেন—একজন সহকর্মী পেয়েছি। আশা করি আমরা সমন্বয় করে কাজ করে দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী পর্যায়ে নিয়ে যেতে পারব।

এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন—যেসব পণ্যের ঘাটতি রয়েছে সেগুলো আমরা আমদানি করছি। আশা করছি নিত্যপণ্যের দাম দ্রুতই কমে আসবে।

এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থ প্রতিমন্ত্রী বলেন—আমার প্রধান দায়িত্ব হলো দুর্নীতিমুক্ত থেকে দেশের অর্থনীতিকে আরও বেগবান করতে নিরলসভাবে কাজ করে যাওয়া। আমি সেটাই করবো। বর্তমানে বৈশ্বিক মন্দা চলছে। আশা করছি এর পর্যায় থেকে আমরা বেরিয়ে আসতে পারব।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com