শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪০ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

অক্টোবরে রাজস্ব আয় ১০ কোটি ৮২ লাখ টাকা

জিটিবি নিউজ টুয়েন্টিফোর : কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে চলতি বছরের অক্টোবরে ১০ কোটি ৮২ লাখ টাকার রাজস্ব আদায় হয়েছে। তবে এর আগে সেপ্টেম্বরে আদায় হয়েছিল ১০ কোটি ৯৪ লাখ ১৩ হাজার টাকা। অক্টোবরে পেঁয়াজ আমদানি বৃদ্ধির কারণে অন্যান্য পণ্য কম আসায় রাজস্ব আয় কম হয়েছে বলে জানায় সংশ্লিষ্টরা।

স্থলবন্দরের শুল্ক বিভাগ সূত্র জানায়, ২০১৯-২০ অর্থবছরের অক্টোবরে ৫০২টি বিল অব এন্ট্রির মাধ্যমে ১০ কোটি ২৮ লাখ ৪৪ হাজার টাকা রাজস্ব আদায় হয়েছে। এ মাসে মিয়ানমার থেকে পণ্য আমদানি হয়েছে ১২৭ কোটি ৯৩ লাখ ২৬ হাজার টাকার। বিশেষ করে এ মাসে ২০ হাজার ৮৪৩ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হয়েছে।

অন্যদিকে ৬৫টি বিল অব এক্সপোর্টের মাধ্যমে দুই কোটি ১২ লাখ ৩৪ হাজার টাকার পণ্য মিয়ানমারে রপ্তানি করা হয়েছে। এ ছাড়া শাহপরীর দ্বীপ করিডরে মিয়ানমার থেকে ৩৯০১টি গরু, ৩১৫৩টি মহিষ ও ১২টি ছাগল আমদানি করে ৩৫ লাখ ২৯ হাজার ৪০০ টাকা রাজস্ব আদায় হয়।

টেকনাফ স্থলবন্দর শুল্ক কর্মকর্তা মো. আবছার উদ্দিন বলেন, ‘অক্টোবরে পেঁয়াজ আমদানি বেড়ে যাওয়ায় অন্যান্য পণ্য কম এসেছে। ফলে মাসিক রাজস্ব আদায় কিছুটা কম হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com