শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩৩ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

হিলি বন্দরে আমদানি রপ্তানি বন্ধ

জিটিবি নিউজ টুয়েন্টিফোর : পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আজ রবিবার (১০ নভেম্বর) দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের মাঝে পণ্য আমদানি রপ্তানিসহ বন্দরের সব কার্যক্রম বন্ধ রয়েছে। তবে হিলি চেকপোস্ট দিয়ে দুদেশের মধ্যে পাসপোর্টে যাত্রী পারাপার রয়েছে স্বাভাবিক।

বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট আ্যসোসিয়েশনের সাধারণ  সম্পাদক আব্দুর রহমান লিটন বিষয়টি নিশ্চিত করেছেন।

লিটন জানান, আজ রবিবার (১০ নভেম্বর) মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদে মিলাদুন্নবী। এ উপলক্ষে সরকারি ছুটি থাকার কারণে হিলি স্থল শুল্ক স্টেশনের সব কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে হিলি স্থলবন্দর দিয়ে দুদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানিসহ বন্দরের ভেতর ট্রাক থেকে পণ্য ওঠা-নামাসহ সব কাজ বন্ধ রয়েছে।

আগামীকাল সোমবার সকাল থেকে বন্দর দিয়ে আবারও স্বাভাবিক হবে দুদেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্যসহ বন্দরের সব কার্যক্রম।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com