শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০৭ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

রাউজানে ১৬০লিটার পাহাড়ি চোলাই মদসহ আটক চার

রাউজান প্রতিনিধি:

চট্টগ্রামের রাউজানে পৃথক পৃথক অভিযানে ১৬০ লিটার পাহাড়ি চোলাই মদসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

২২ জুলাই শুক্রবার সন্ধ্যায় সাড়ে ৭টার দিকে এক গোপন সংবাদের ভিত্তিতে রাউজান থানার এস আই জয়নাল আবেদীন নেতৃত্বে চট্টগ্রাম কাপ্তাই সড়কস্থ নোয়াপাড়া পথেরহাট বাজার মার্কেন্টাইল ব্যাংকের সামনে থেকে একটি সিএনজি অটোরিক্সাসহ এক -পুরুষ ও দু”নারীকে আটক করা হয়।এসময় তাদের তল্লাশি করে ১২০ লিটার পাহাড়ি চোলাই মদ উদ্ধার করা হয়।আটককৃতরা হচ্ছে রাঙ্গুনিয়া পৌরসভার ইছাখালী আদিলপুর গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী ফরিদা বেগম(৫০), তার মেয়ে উর্মি আকতার(২৫) ও একই এলাকার মৃত আবুল কালামের পুত্র মোঃ বেলাল(৩৭)।পুলিশ জানান
১ নং আসামি ফরিদা বেগমের বিরুদ্ধে সিএমপি কোতোয়ালি, ডবলমুরিং, চান্দগাওসহ রাউজান, রাঙ্গুনিয়া থানায় ১০ টি মাদক মামলা রয়েছে।সে একজন মূলত পেশাদার মাদক ব্যবসায়ী।

অপরদিকে এস আই খোরশেদ আলমের নেতৃত্বে উপজেলা হলদিয়া ইউনিয়নের চৌধুরী বটতলের সামনে থেকে১টি হিরো গ্ল্যামার মোটর সাইকেল (রেজিঃ নং চট্রমেট্রো -হ-১২-৩০৯০)সহ সুকুমার চন্দ্র প্রকাশ লাতু(৫২)কে ৪০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক করা হয়েছে।সেই উপজেলার হলদিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের উত্তর সর্তা এলাকার মৃত বিমল চন্দ্রের পুত্র।রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন জানিয়েছেন,পৃথক অভিযান চালিয়ে ১৬০ লিটার পাহাড়ি চোলাই মদসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।আসামিদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা রুজু শেষে শনিবার দুপুরে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com