মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩৭ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

হিজরি নববর্ষ উপলক্ষে হাইমচরে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

হাইমচর প্রতিনিধি :

হাইমচরে ঐতিহ্যবাহী শিশু কিশোর সাংস্কৃতিক সংগঠন নূরের খোঁজে শিল্পীগোষ্ঠীর আয়োজনে হিজরি নববর্ষ উপলক্ষে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের অংশ গ্রহণে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার প্রদান করা হয়।

বৃহস্পতিবার (২৮ জুলাই) সকাল ১০টা থেকে নূরের খোঁজে শিল্পীগোষ্ঠীর আয়োজনে আলগী বাজার আলিম সিনিয়র মাদরাসার মিলনায়তনে এ সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়। হামদে ইলাহি, না’তে রাসূল সাঃ, ইসলামি সঙ্গীত, মায়ের গজল, মরমি গজল সহ বিভিন্ন বিষয় দুপুর ১টা পর্যন্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এ প্রতিযোগিতায় ক- গ্রুপ বালক শাখায় ১ম স্থান অধিকার করেছে হযরত আলী (রা.) হাফিজিয়া মাদরাসার ছাত্র আব্দুল গাফফার, ২ স্থান হাইমচর আইডিয়াল স্কুলের ছাত্র সাব্বির গাজী, ৩য় স্থান অর্জন করেছে একই স্কুলের ছাত্র মোঃ তানিনুল ইসলাম রাফিন।

ক গ্রুপ বালিকা শাখায় ১ম স্থান অধিকার করেছে আদর্শ শিশু নিকেতনের ছাত্রী মুনতাইনা ইসলাম সুমাইয়া, ২য় স্থান ২৭নং চরশোলাদি কে বি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী হাবীবা তাজবীহ, ৩য় হয়েছে ৭নং পূর্ব চরকৃষ্ণপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী মারিয়া ইসলাম মাহি।

খ- গ্রুপ ১ম স্থান অধিকার করেছে আলগী বাজার আলিম সিনিয়র মাদরাসার ছাত্র তাশরিফ ইসলাম জিহাদ, ২য় হয়েছে নীল কমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র লাবিদ হাসান, ৩য় বাজাপ্তী রমণী মোহন উচ্চ বিদ্যালয়ের ছাত্রী সানজিদা আক্তার।

নূরের খোঁজে শিল্পীগোষ্ঠীর পরিচালক শরীফ মোঃ মাছুম বিল্লাহ’র সার্বিক তত্বাবধানে, সঙ্গীত শিল্পী মাওলানা ফারুকুল ইসলাম, রাহবার শিল্পীগোষ্ঠীর পরিচালক মাওলানা ওসমান গনী, সঙ্গীত পরিচালক ইমরান হোসেন সাকি ও কামরুল হাসান সিয়ামের বিচক্ষণতায় এ প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলগী বাজার আলিম সিনিয়র মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোঃ জিল্লুর রহমান ফারুকী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলগী বাজার আলিম সিনিয়র মাদরাসার ইংরেজি প্রভাষক এম এ কাদের, বিশিষ্ট শিক্ষানুরাগী মজিবুর রহমান প্রমূখ।

‘বিজাতীয় অপসংস্কৃতি নয়, মুসলিম সংস্কৃতি-ই এদেশের ঐতিহ্য’ এ শ্লোগানে ২০১২ সাল থেকে নূরের খোঁজে হাইমচর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করে আসছে। মানসম্মত পুরস্কার, সম্মাননা ক্রেস্ট, বিখ্যাত ব্যক্তিদের লেখা বই সহ প্রাইজবন্ড থাকে বিজয়ীদের জন্য।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা জিল্লুর রহমান ফারুকী বলেন- ইসলামী সংস্কৃতি টিকিয়ে রাখতে নূরের খোঁজে শিল্পীগোষ্ঠীর প্রচেষ্টা সর্বাপেক্ষা বেশি। ইসলাম ধর্মেও সংস্কৃতি আছে তা হাইমচরের উপলব্ধি করার সুযোগ পাচ্ছে এ নূরের খোঁজে শিল্পীগোষ্ঠীর মাধ্যমে। তাই ইসলামী সংস্কৃতি চর্চা হোক প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এটাই প্রত্যাশা করছি।

তিনি বলেন, প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে উৎসাহ বাড়ে। হামদ, না’তে রাসূল সাঃ সহ ইসলামী সঙ্গীতের প্রতি আগ্রহ বাড়ে। তাই এসব প্রতিযোগিতায় অংশগ্রহণ ও সর্বাত্মক সহযোগিতা করার উদাত্ত আহ্বান জানাচ্ছি।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com