শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০২ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

কোষ্টগার্ডের বিশেষ অভিযানে হাতিয়ায় চোরাকৃত ২২০০ লিটার ডিজেল উদ্ধার

 হাতিয়া প্রতিনিধিঃ

নোয়াখালীর উপজেলা হাতিয়া গোপন ভিত্তির সংবাদের কোষ্টগার্ডের একটি বিশেষ টিম অভিযানে ২২০০ লিটার ডিজেল উদ্ধার করেছেন।

অদ্য রাত 02ঘটিকায় হাতিয়া নলচিরা ঘাট সংলগ্ন মেঘনা নদীতে একটি তেলবাহী ট্যেংকার হইতে ট্রলারে করে পাচার কালে গোপন ভিত্তিক সংবাদ এর মাধ্যমে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের বিসিজি স্টেশন হাতিয়া কর্তৃক অভিযান পরিচালনা করে একটি ট্রলার হইতে পরিত্যক্ত চোরাইকৃত ২২০০ লিটার (12,ড্রাম)ডিজেল উদ্ধার করেন।

পরে চোরাই ডিজেল হাতিয়া উপজেলা কর্মকর্তার নির্বাহী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়। বাংলাদেশ কোষ্টগার্ডের দর্ক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ এ কে এম শফিউল কিল, জানান বাংলাদেশ কোস্টগার্ডের এখক্তিয়ারভুক্ত এলাকা ডাকাতি চোরাচালানি, মাদক ব্যবসায়ী ,বনদস্যু, জলদস্যু ও আইনশৃঙ্খলা রক্ষার্থে তৎপর থাকবেন। তিনি আরো বলেন আটককৃত ট্রলার টি মাঝি মাল্লার মূছলেখা নিয়ে ছেড়ে দেওয়া হয়, এবং এই অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com