মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩৪ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

শ্রীনগরে ইউপি সদস্যর নেতৃত্বে জমি দখলের চেষ্টার অভিযোগ

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের শ্রীনগরে এক ইউপি সদস্যর নেতৃত্বে বালু ভরাট করে নির্মানাধীন বিল্ডিংয়ের জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে।
গত বৃহস্পতিবার(১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের ২নং ওয়ার্ডের আলামিন বাজারে ইউপি সদস্য নুরুল আমিন মোড়লের নেতৃত্বে এই জমি দখলের চেষ্টার ঘটনা ঘটে। এব্যাপারে জমির মালিক হাবিবুর রহমান বাদী হয়ে ভাগ্যকুল ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল আমিন মোড়ল(৪০)সহ ১২ জনকে বিবাদী করে থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ৫১নং কামারগাঁও মৌজাস্থিত ৮৭৯ খতিয়ানভুক্ত ১৫৩ দাগের ৮০শতাংশ সম্পত্তি ঐ এলাকার মৃত ইদ্রিস মুন্সীর ছেলে হাবিবুর রহমানসহ ৩ সহোদর ভাই দলিল নং-৩৫৮১/২২ মুলে ক্রয় সূত্রে মালিক হয়ে বিল্ডিং নির্মানের জন্য পাইলিংয়ের কাজ করছিল। ঘটনার দিন বৃহস্পতিবার সন্ধার দিকে একই এলাকার বর্তমান ইউপি সদস্য আলামিন বাজারের মূর্তিমান আতংক একাধিক মামলার আসামী নুরুল আমিন মোড়লের নেতৃত্বে মৃত দিলু মোড়লের ছেলে ফরেশ মোড়ল(৬০), হারুন মোড়ল(৩৫), মৃত রহম মোড়লের ছেলে সালাউদ্দিন মোড়ল(৩৫), সেলিম মোড়ল(৩০), জহির মোড়লের ছেলে রাফি মোড়ল(২৩), বারেক মোড়লের ছেলে বিপুল মোড়ল(৩৫), রিফাত মোড়ল(৩০), মৃত এসহাক মোড়লের ছেলে বারেক মোড়ল(৬০), কামাল খাঁর ছেলে শুভ(২৪), জিন্নত আলীর ছেলে বাবু(২৬), মধ্যবাঘড়া এলাকার মৃক ইউনুছ খার ছেলে যুবলীগ নেতা শাহিন হত্যা মামলার আসামী ভরাটে রাজা(৪৫)গং ট্রাকে করে বালু এনে বিল্ডিং নির্মানের জমি ভরাটের চেষ্টা করে। এতে জমির মালিকপক্ষ বাধা দিলে তাদেরকে খুন জখমের হুমকি দেয়। সংবাদ পেয়ে আইন শৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে আসলে নুরুল আমিন বাহিনী সটকে পড়ে।

শ্রীনগর থানার উপ-পুলিশ পরিদর্শক(এসআই) আমিনুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com