মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩২ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

হাইমচরের নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী ৯-১০ ফেব্রুয়ারী..

মেঘনা ডেস্ক রিপোর্ট :

শুক্রবার (১৭ নভেম্বর) বিকেলে রাজধানীর পুরানা পল্টনে একটি রেস্তোরাঁয় আয়োজিত আলোচনা সভা ও সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় আয়োজক কমিটি।

অনুষ্ঠানে নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী উদযাপন পরিষদের সদস্য সচিব মো. আকতার হোসেনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন প্রাক্তন ছাত্র পরিষদের প্রধান উপদেষ্টা ও পুনর্মিলনী উদযাপন কমিটির আহ্বায়ক মো. ফায়কুজ্জামান বাদশা.

এ সময় প্রাক্তন ছাত্র পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে চাঁদপুরের হাইমচর উপজেলার চরাঞ্চলে মেঘনা নদীর ভাঙনের কথা উঠে আসে।

বর্তমানে তা রোধ হয়েছে। আগামীর হাইমচরের উন্নয়নে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন।

এ ছাড়া শত বছরের ইতিহাস-ঐতিহ্য নিয়ে আলোচনা হয়। স্মৃতি বিজড়িত অনেক ঘটনা নিয়েও আলোচনা হয়।

সংবাদ সম্মেলনে ফায়কুজ্জামান বাদশাহ জানান, পুনর্মিলনীতে শুধু বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন।

রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে দুই হাজার টাকা। তবে এসএসসি ২০২২-২৩ ব্যাচের শিক্ষার্থীরা ১ হাজার ৫০০ টকা দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন।

আগামী ২৫ নভেম্বর থেকে রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়ে শেষ হবে ১০ জানুয়ারি পর্যন্ত।

তিনি আরও জানান, আগামী ৯ ফেব্রুয়ারি শুক্রবার বিকেল ৩টায় জনতা বাজারে অবস্থিত বিদ্যালয় ক্যাম্পাসে আইডি কার্ড ও গিফট ভাউচার গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হবে।

চলবে শনিবার দিনব্যাপী। দুই দিনব্যাপী এ আয়োজন শতবর্ষী এ প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীদের প্রাণের মেলায় রূপ নেবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com