রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৩ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

ভোটারদের ভোট অন্য কেউ দিতে পারবে না: সিইসি

মেঘনাপোষ্ট ডেস্করিপোর্ট :

একজন ভোটারের ভোট অন্য কেউ দিয়ে দেবে, এমনটা হবে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

শনিবার (২৩ ডিসেম্বর) বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

এছাড়া ভোটগ্রহণের সময় কোনো কেন্দ্রে কারচুপির চেষ্টা হলে তাৎক্ষণিক ওই কেন্দ্রের ভোট বন্ধ হবে বলেও জানান সিইসি।

হাবিবুল আউয়াল বলেন, ‘নির্বাচনের মাঠে অনিয়ম করতে হবে, অনিয়ম না করলে শক্তি প্রদর্শিত হবে না—এমন কিছু আমরা বিশ্বাস করি না। অনেকেই বিশ্বাস করেন, ভোট হলেও রিটার্নিং কর্মকর্তা একজনকে বিজয়ী ঘোষণা করে দেবেন। এগুলো বিশ্বাসযোগ্য নয়, অথচ অনেকেই বিশ্বাস করেন। এটি কখনোই সম্ভব না।

‘রিটার্নিং কর্মকর্তা ভোট পাল্টাতে পারেন না। কেন্দ্রে কেন্দ্রে ফল ঘোষণা হয়। প্রার্থীরা ঘরে বসেই জানতে পারেন ফলাফল। সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ভোট করতে বিদেশিরা তৎপর রয়েছে। এজন্য প্রার্থীদের কাছে সহযোগিতা চাচ্ছি।

সিইসি বলেন, ‘আপনাদের বলব, সিস্টেমের ওপর আস্থা রাখুন। ভোটারদের ভোট দিতে হবে। অন্য কেউ দিয়ে দেবে, এটা হবে না।

তিনি বলেন, ‘বিগত ৫০—৬০ বছরের নির্বাচনের ইতিহাসে আমরা দেখেছি প্রচারণার সময়ে অপ্রত্যাশিত কিছু ঘটনা ঘটে। নির্বাচন কমিশন প্রশাসনকে স্পষ্টভাবে বার্তা দিয়েছি এই বিষয়গুলোকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করার জন্য। একইসাথে প্রার্থীদের প্রতি আবদার হচ্ছে আপনারাই নির্বাচনের মাঠকে পারস্পরিক সমঝোতার মাধ্যমে শান্তিপূর্ণ রাখবেন।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com