রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৫ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে : সাকিব আল হাসান

মেঘনাপোষ্ট ডেস্করিপোর্ট :

চলমান বিপিএলের শেষ কয়েক ম্যাচে সাকিব আল হাসানের ব্যাটিং না করা নিয়ে অনেক আলোচনা শোনা যায়। ব্যাট হাতে তাকে ফর্মহীন বললেও চোখের সমস্যায় যে তিনি ঠিকঠাক ব্যাটেই নামছেন না।

সবশেষ গতকাল (শনিবার) সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে তিনি নেমেছিলেনও রংপুর রাইডার্সের হয়ে। তবে অভিজ্ঞতা সুখকর হয়নি, ফিরেছেন গোল্ডেন ডাক নিয়ে। যা নিয়ে পরে ম্যাচ শেষে কথা বলেছেন এই বিশ্বসেরা অলরাউন্ডার।

ব্যাট হাতে কবে সাকিব ঠিকঠাক মাঠে ফিরবেন, তা এখনও অজানা। তবে সময়ের সঙ্গে সঙ্গে ব্যাট হাতে উন্নতি হবে বলে বিশ্বাস সাকিবের, ‘এটা (ফেরার বিষয়ে) তো বলা মুশকিল।

যত রান করব, তত কমফোর্ট লেভেলটা বাড়বে। রান যতক্ষণ না করছি ততক্ষণ অবধি ওই ছন্দও আসবে না, কমফোর্ট জোনটাও থাকবে না এটা খুব স্বাভাবিক।’

কিছুদিন আগে রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান সংবাদ সম্মেলনে সাকিবকেই পাঠানোর কথা জানিয়েছিলেন। সেটাই হলো গতকাল। যেখানে বেশ আমোদী সাকিবকেই দেখা গেল।

তবে কি অধিনায়ক সোহানের অনুরোধেই এসেছেন? জবাবে মজার ছলেই সাকিব বলেন, ‘অনুরোধ করেনি, অর্ডার দিয়েছে। অধিনায়ক অর্ডার দিয়েছে, চলে এসেছি।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com