বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৭ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

নির্ধারিত মূল্যের চেয়ে দাম বেশি রাখলে ব্যবস্থা নেওয়া হবে :র‌্যাব

মেঘনাপোষ্ট ডেস্ক রিপোর্ট :

ন্যায্য মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি ও অবৈধ মজুদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। একই সঙ্গে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে বাহিনীটি।

এদিন অতিরিক্ত দামে পণ্য বিক্রির কারণে ২০ জন অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে কমান্ডার আল মঈন বলেন, সরকার নির্ধারিত ও ন্যায্য মূল্যের চেয়ে বেশি দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করলে ব্যবস্থা নেওয়া হবে।

আজ সকাল থেকে এখন পর্যন্ত অতিরিক্ত দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও মাংস বিক্রি করার অভিযোগে ২০ জন ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ কথা বলেন

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com