শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪৬ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

পুলিশ বক্সের জানালা দরজা খুলে নিল যায় চোর চক্র

মেঘনাপোষ্ট ডেস্করিপোর্ট :

দিনাজপুর—গোবিন্দগঞ্জ মহাসড়কে ভারী যানবাহন ও পথচারীকে সুরক্ষা দিতে ২০০৪ সালে বসানো হয়েছিল একটি পুলিশ বক্স।
কিন্তু সেই পুলিশ বক্সে পাঁচ বছর ধরে থাকছে না পুলিশ।

বেহাল দশার এ পুলিশ বক্সটি দিনাজপুরের বিরামপুর উপজেলা শহরের প্রবেশমুখ দিনাজপুর—গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে। এলাকার নাম দুর্গাপুর

এতে ওই মহাসড়কে ছিনতাই ও অপরাধের ঘটনা বেড়ে গেছে।

এমনকি দিনের পর দিন সড়কের পাশে অযত্নে অবহেলায় পড়ে থাকা সেই পুলিশ বক্সের জানালা দরজা খুলে নিয়ে গেছে চোরেরা।

জানা গেছে, গত এক মাসে ওই পুলিশ বক্সের সামনে মহাসড়কে চলাচল করা দূর্গাপুর গ্রামের পথচারীদের মধ্যে প্রায় আটজনের মোবাইল ফোন ছিনতাই হয়েছে।

গত ডিসেম্বরে দিনাজপুর থেকে গোবিন্দগঞ্জগামী একটি যাত্রীবাহী বাসে ওই পরিত্যক্ত পুলিশ বক্সের সামনে থেকে সন্ধ্যায় দুর্বৃত্তরা পাথর ছুড়ে মারে। এতে করে বাসে থাকা এক নারীযাত্রী আহত হয়ে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন

দিনাজপুর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মমিনুল করিম পরিত্যক্ত পুলিশ বক্সটি পরিদর্শন করেন। তিনি বলেন, বিরামপুর থানায় পুলিশের জনবৃদ্ধি করে দূর্গাপুর এলাকা ও সেখানকার মহাসড়কে যেন কোনো ধরনের চুরি ছিনতাইয়ের ঘটনা না ঘটে সে জন্য পরিত্যক্ত পুলিশ বক্স সংস্কার করে পুলিশের জনবল বৃদ্ধি করে পাহারা বাড়াতে হবে

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com